
.jpeg)
মোঃ মোকাব্বির হোসেন
সিনিয়র সচিব
পানি সম্পদ মন্ত্রণালয়
জনাব মোঃ মোকাব্বির হোসেন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে ১০ম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন। তিনি প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব, উপসচিব ও যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থবিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং পরিচালক জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। তিনি অতিরিক্ত সচিব হিসেবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়; বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ সার্ভিস লিমিটেড হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে চেয়ারম্যান, বাংলাদেশ ভূমি আপীল বোর্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে সচিব, হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের ২৯ শে নভেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে এবং চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ মোকাব্বির হোসেন ১৭ আগস্ট, ২০২৪ তারিখে সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন শেষে গত ১৯ আগস্ট, ২০২৫ তারিখে সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় হিসেবে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফলিত রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অষ্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কলেজ, চীনের রেনমিন বিশ্ববিদ্যালয় ও ভারতের হেলথ ম্যানেজম্যান্ট রিসার্চ ইনিষ্টিটিউট সহ বিভিন্ন প্রথিতযশা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রশিক্ষণ ইনষ্টিটিউট হতে বিভিন্ন পেশাগত বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।