Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০২৪

মহাপরিচালক

মুহাম্মদ আমিরুল হক ভূঞা    ৭ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি উক্ত বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) হিসেবে কর্মরত ছিলেন। মুহাম্মদ আমিরুল হক ভূঞা ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমানে রুয়েট) হতে বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।

মুহাম্মদ আমিরুল হক ভূঞা ১৯৯২ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তিনি চাকুরি জীবনে ইতালি, ভারত এবং জার্মানী এ বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি ১৯৬৬ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।